আজ পহেলা সেপ্টেম্বর, বিশ্ব চিঠি দিবস। এই বিশেষ দিনে ফিরে তাকাতে চাই আমার জীবনের সেই চিঠির গল্পে, যা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। চিঠি, যা একসময় ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম, আজকের ডিজিটাল যুগেও তার আবেদন একটুও কমেনি। বরং চিঠির মধ্যে যে ব্যক্তিগত স্পর্শ, যে আন্তরিকতা থাকে, তা অন্য কোনও মাধ্যমের সঙ্গে তুলনীয় নয়। আমার জীবনের এক বিশেষ মুহূর্ত চিরকাল চিঠির সঙ্গে জড়িয়ে থাকবে, বিশেষত সেই চিঠির সঙ্গে, যা আমি প্রিয়ন্তিকার কাছ থেকে পেয়েছিলাম। ২০২০ সালের ২৪ অক্টোবর। আমার মনের গভীর থেকে উঠে আসা কিছু কথা শেয়ার করেছিলাম ফেসবুকে। লিখেছিলাম: "প্রিয়ন্তিকা, কেমন আছ? তোমার অপেক্ষায় কাটছে আমার দিন। আমার মনের ঈশান কোণে মেঘ করে আছে। কত দিন দেখি না তোমায় বলতে পারো! পাখির ডানায় ভর করে চলে এসো আমার কাছে। শোন, শরীরের যত্ন নিও, কেমন। আর অবশ্যই তোমার এই পাগলকে সময় করে চিঠি দিও। ভালো থেকো। আজ রাখছি। ইতি- তোমার ভালোবাসা। সেই পোস্টের মাধ্যমে প্রিয়ন্তিকার কাছে চিঠির জন্য এক আবেগময় আহ্বান জানিয়েছিলাম। তখন হয়তো বুঝতে পারিনি, সেই চিঠির জন্য আমাকে অপেক্ষা করতে হবে দীর্ঘ ৪৬ সপ্তাহ! ২০২১ সালের ১৩ সেপ্...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন