অ্যাডভেঞ্চার ড্রিম


প্রিয়ন্তিকা, একদিন তোমাকে নিয়ে দারুণ এক অ্যাডভেঞ্চারে বের হবো। প্রথমে যাত্রা শুরু করবো দার্জিলিংয়ের পাহাড়ি পথে। ঠাণ্ডা হাওয়া আর চায়ের গন্ধে ভরে উঠবে চারপাশ। আমি তোমার জন্য বেছে আনবো দার্জিলিংয়ের সেরা চা, যার প্রতিটি চুমুকে তুমি পাবা পাহাড়ের স্নিগ্ধতা।


এরপর আমাদের গন্তব্য হবে কাশ্মীর, যেখানে বরফে ঢাকা শীতল পরিবেশে তোমার কাঁধে জড়িয়ে দেবো কাশ্মীরি শাল। শালের নরম পরশে তুমি অনুভব করবে ভালোবাসার উষ্ণতা। 


তারপর বিন্দাবনের পথে যাত্রা, যেখানে রাধা-কৃষ্ণের প্রেমের গল্পের মতোই মিষ্টি বিন্দাবনের মিষ্টি তোমার মুখে তুলবো। মিষ্টির স্বাদে ভরে উঠবে আমাদের হৃদয়।


এবার চলবো মালদ্বীপের নীল সাগরের পাড়ে, যেখানে তুমি সাগরের ঢেউয়ের সাথে খেলে যাবে। সেখান থেকে তোমার জন্য নিয়ে আসবো সাগরের স্মৃতি ধরে রাখা কিছু শেল। 


এরপর যাবো নেপালের উচ্চ পাহাড়ে, যেখানে তোমার জন্য বেছে আনবো হস্তশিল্পের নিপুণ কাজ, যা তোমার সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলবে।


তারপর মালয়েশিয়ায় যাত্রা, যেখানে তোমার জন্য কিনে আনবো বিখ্যাত সুগন্ধি, যা তোমার প্রতিটি পদক্ষেপকে মিষ্টি সুবাসে ভরিয়ে তুলবে।


সব শেষে দুবাই, সোনালী মরুভূমির দেশে। সেখানে তোমার জন্য দুবাইয়ের বিখ্যাত গোল্ড কিনে দেবো, যা তোমার সৌন্দর্যকে আরও বেশি জ্বালিয়ে তুলবে। 


এই সব জায়গার বিখ্যাত জিনিস তোমার জন্য এনে দেবো, আর প্রতিটি মুহূর্তকে মনের ভেতর রেখে দেবো চিরদিনের জন্য। এভাবেই আমাদের স্বপ্নময় ভ্রমণ শেষ হবে, কিন্তু সেই স্মৃতিগুলো থাকবে চিরন্তন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রিয়ন্তিকার চিঠি, এক পৃষ্ঠায় ৩২ বার লেখা ভালোবাসি!

ভিজা জানালা