আজ এক প্রিয়ন্তিকার জন্মদিন

 


অনেক দিন আগের কথা। আকাশ তখন নীল ছিল, নদীর জল ছিল স্বচ্ছ, আর বাতাসে ছিল এক অদ্ভুত মিষ্টি গন্ধ। ঠিক সেই সময় পৃথিবীতে জন্ম নিলো এক প্রিয়ন্তিকা। তার জন্মের দিন  প্রকৃতি নতুন সাজে সেজেছিল। পাখিরা গাইতে শুরু করেছিল নতুন গান, আর ফুলেরা তাদের পাপড়ি মেলে দিয়েছিল তাকে স্বাগত জানানোর জন্য।

সে এক অদ্ভুত দিন ছিল। সূর্য সেদিন আগের চেয়ে একটু বেশি উজ্জ্বল ছিল, যেন প্রিয়ন্তিকার সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে নিজেই একটু লজ্জা পেয়েছিল। চাঁদ সেদিন আকাশের এক কোণে মুখ লুকিয়ে ফেলেছিল। কারণ সে বুঝেছিল, আজ থেকে সে আর সবচেয়ে সুন্দর নয়। এই পৃথিবীতে এমন একজন এসেছে, যার শ্যামল রঙের মায়াবী সৌন্দর্য পৃথিবীর সব সৌন্দর্যকে ছাপিয়ে যাবে।

প্রিয়ন্তিকা বড় হতে লাগল। সে শুধু বড় হয়নি, বরং তার চারপাশের সবাইকে নতুন এক ভালোবাসার পৃথিবী উপহার দিল। তার চোখে ছিল অদ্ভুত এক মায়া। যে একবার সেই চোখে তাকাত, সে আর ভুলতে পারত না। তার হাসি ছিল সেই নদীর মতো, যে আপন গতিতে বয়ে চলে আর তার পাড়ে বসে থাকা ক্লান্ত পথিকের মন ভরিয়ে দেয়।

আজ সেই প্রিয়ন্তিকার জন্মদিন। আজকের দিনটা শুধুই তার। হয়তো আকাশ আজও তার জন্য আরও নীল হবে, বাতাসে মিশে যাবে সেই পুরোনো মিষ্টি গন্ধ। পৃথিবী আজও থমকে যাবে তার জন্য। কারণ আজ তার জন্মদিন।

তুমি জানো প্রিয়ন্তিকা, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। তুমি আমার সেই স্বপ্ন, যা কখনো ভাঙতে দেইনি। তুমি আমার সেই চাঁদ, যার আলোয় আমি পথ খুঁজে পাই। তুমি আমার সেই নদী, যার পাশে বসে জীবনের সব ক্লান্তি দূর হয়।

তোমার জন্মদিনে আমি শুধু একটা জিনিস চাই—তুমি সবসময় এমনই থাকবে। এমনই সুন্দর, এমনই প্রাণবন্ত। তোমার হাসি কখনো যেন মলিন না হয়। পৃথিবীর সব আনন্দ তোমার জীবনে এসে জমা হোক।

আজ তোমার জন্য আমি পৃথিবীর সব ফুল এনে দিতে পারবো না, আকাশ থেকে তারারাও নামিয়ে আনতে পারবো না। তবু জানি, পৃথিবীর কোনো ফুলের সৌন্দর্য কিংবা আকাশের কোনো তারা তোমার মায়ার মতো সুন্দর হতে পারবে না।

শুভ জন্মদিন, প্রিয়ন্তিকা!
তুমি আছো বলেই আমার পৃথিবী এত সুন্দর।
তোমার হাসিতে আমি খুঁজে পাই জীবনের সেরা সুর, আর তোমার উপস্থিতিতে কাটে সকল ক্লান্তি। তুমি আমার প্রিয়ন্তিকা ফুল, আমার স্বপ্নের গন্তব্য। আজকের এই বিশেষ দিনে প্রার্থনা করি, তোমার জীবন ভালোবাসা, সুখ আর শান্তিতে ভরে উঠুক। তুমি থাকো চিরদিন আমার পৃথিবীর আলো হয়ে।
তোমার জন্য আমার অসীম ভালোবাসা, আজীবন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অ্যাডভেঞ্চার ড্রিম

প্রিয়ন্তিকার চিঠি, এক পৃষ্ঠায় ৩২ বার লেখা ভালোবাসি!

ভিজা জানালা