বৃষ্টির দিন, রোদ্দুরের প্রেম
আজ খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছে নাসির। আজকের দিনটা তার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। প্রিয়ন্তিকা, যার জন্য তার হৃদয়ে এত গভীর ভালোবাসা, আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে। নাসিরের ইচ্ছে ছিল ওর সাথে একই বাসে যাত্রা করার, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে বাস মিস করে বসে। নিরুপায় হয়ে নাসির আরেকটি বাসে চেপে বসে, মনটা ভারাক্রান্ত হয়ে যায়। বাসে বসে নাসিরের মনটা এলোমেলো চিন্তায় ভরে যায়। সে জানে, প্রিয়ন্তিকার চাচ্চু সাথে আছে, তাই সে একদমই একা নয়। কিন্তু নাসিরের মন বলে, প্রিয়ন্তিকার পাশে থাকার দায়িত্বটা যেন তারই ছিল। বাস চলতে থাকে, আর নাসিরের মনের ভিতর অস্থিরতা বাড়তে থাকে। রাজশাহীর পথে বাস ছুটে চলে, নাসির জানে, ক্যাম্পাসে পৌঁছেই তাকে প্রিয়ন্তিকাকে খুঁজে বের করতে হবে, যে কোনো মূল্যেই হোক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর নাসির দ্রুত ক্যাম্পাসে ঢুকে পড়ে। সেখানে হাজার হাজার পরীক্ষার্থী, প্রত্যেকেই যেন নাসিরের চোখের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। প্রতিটা মুখের মধ্যে সে প্রিয়ন্তিকার ছায়া খুঁজে ফেরে, কিন্তু তার মন যেন ওকে চিনে নিতে চাইছে না। শেষমেশ, সেই পরিচিত মুখটা খুঁজে পেতে তার বু...